যশোরের বেনাপোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মগর আলী (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেললাইনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মগর আলী বেনাপোলের কাগমারী গ্রামের মৃত শারেং আলীর ছেলে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।
এছাড়া আহতরা হলেন, একই গ্রামের নিহত মগর আলীর ছেলে হাসান আলী, হাসান আলীর ছেলে ইয়াসিন (১৬)।
প্রতিপক্ষরা আহতদের ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এতে মগর আলীর পেটের নাড়িভূড়ি বেরিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মগর আলী মারা যান। এছাড়া বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।