হেফজ বিভাগে পড়ুয়া ১২ বছর বয়সের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলার আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো: রাসেল সরদার কে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (০৭ অক্টোবর ) দুপুরে মোংলা দিগরাজ এলাকা থেকে আটক করা হয় অভিযুক্ত ওই শিক্ষককে । এর আগে শিশু ছাত্রকে চার মাস যাবৎ বলৎকারের বিষয়টি ৫ অক্টোবর লিখিত ভাবে মোংলা থানাকে অবহিত করে ওই ছাত্রের মামা।
এরপর থেকেই পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক রাসেল। শনিবার (০৭ অক্টোবর) গোপন সংবাদের বিত্তিতে মোংলা দিগরাজ এলাকাহতে অভিযান চালিয়ে অভিযুক্ত ঐ শিক্ষকে আটক করে মোংলা থানা পুলিশ।
শিশুটির মামা আসলাম হোসেন জানান, গত ৫ অক্টোবর তার ভাগিনা মোবাইল ফোনে কান্নাকাটি করে তাকে বাড়িতে নিয়ে যেতে বলে, এর পর তাকে আমি বাড়িতে এনে কান্না কাটির বিষয় জানতে চাইলে সে বলাৎকারে বিষয়টি খুলে বলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দিন আহম্মেদ জানান, গত ৫ অক্টোবর নির্যাতনের শিকার হওয়া শিশুটিকে নিয়ে মোংলা থানায় আসে তার আত্বীয়স্বজন। এর পর শিশুটির বক্তব্য শুনে পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ গ্রহণ করি। কিন্তু পালিয়ে থাকার কারণে অভিযুক্ত শিক্ষককে আটক করা যায়নি। শনিবার ৭ অক্টোবর মোংলা দিগরাজ থেকে অভিযুক্ত শিক্ষক রাসেল কে আটক করা হয়।
খুলনা গেজেট/এইচ