খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ

গেজেট ডেস্ক

কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ উঠেছে মাইনুল ইসলাম অনিক নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাইনুল ইসলাম অনিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহসভাপতি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইনামুল ইসলাম নোমান। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কর্মসূচিতে অংশ না নেওয়ায় আমাকে গণরুমে ফ্লোরে দেওয়া হয়। মাস্টার্সের ছাত্র হয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কেমনে থাকি! অনেক চেষ্টা করেছি। তবে আর থাকতে দেয়নি। বাধ্য হয়ে আজিমপুরে উঠেছি। অনিক ভাইকে অনুরোধ করেছি যাতে মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত সিট থেকে সরানো না হয় এবং ছাত্রলীগের সব রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেই। তারপরেও আমাকে সিট ছাড়তে বাধ্য করে। উপায় না পেয়ে মেসে উঠেছি।

তিনি বলেন, সিট বাতিল করার আগে আমাকে প্রোগ্রামের জন্য কল দিত এবং প্রোগ্রামে না আসলে সিট চলে যেতে পারে বলেও সতর্ক করতেন হল ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম অনিক। প্রোগ্রামে কেন যাই না সেজন্য একবার গেস্টরুমে ডেকে নিয়ে গালিগালাজও করেছে।

অভিযুক্ত মাঈনুল ইসলাম অনিক বলেন, সিট বাতিল করা প্রশাসনের দায়িত্ব, এটা আমার না। এ ব্যাপারে হল প্রশাসন ভালো বলতে পারবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। গণমাধ্যম সূত্রে জানতে পারলাম। বিষয়টি দেখবো এবং অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!