খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
  কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নবী নেওয়াজ পাঁচ দিনের রিমান্ডে
  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত

ছাত্রদের নামে মামলায় কুয়েট শিক্ষক সমিতির উদ্বেগ

গেজেট ডেস্ক  

কুয়েটে ছাত্রদের নামে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রায় দুই মাস পর জনৈক ব্যক্তি কর্তৃক ছাত্রদের নামে মামলা দায়েরের ঘটনায় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। এহেন কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ সংশ্লিষ্ট এলাকায় সকলের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে সহাবস্থান অনিশ্চিত করে তুলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। উক্ত সংকট কাটিয়ে উঠতে সকল শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ও দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। ছাত্রদের ওপর হামলাসহ সম্মানিত শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দোষীদের বিচার নিশ্চিত করার জন্য শিক্ষক সমিতি একাধিকবার দাবি জানিয়ে আসছে। সেই সাথে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলার অগ্রগতি পর্যবেক্ষণ পূর্বক উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ছাত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন রকম মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে সাধারণ ছাত্রদের প্ররোচিত করা ও তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করার তথা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এ অবস্থায়, ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই এক সাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে সবাইকে সংকটময় এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে তদন্ত কার্যক্রমকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতি।

খুলনা গেজেট/জেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!