খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল

গেজেট ডেস্ক

দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলা-মামলা, খুন-গুম, গণগ্রেফতার-পুলিশ হেফাজতে নির্যাতন, শারিরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ী ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও র‌্যালি করেছে খুলনা জেলা ছাত্রদল। ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশী বাঁধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি গতকাল সোমবার (০১ জানুয়ারি) দুপুরে পালন করেছে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক জিএম শহিদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচন নামক বানর খেলার নির্বাচনকে দেশবাসীসহ সকল ছাত্রসমাজকে প্রত্যাখান করার আহবান জানান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মশিউর রহমান সফিক, আনিসুর রহমান, হেলাল উদ্দিন, ফিরোজ আহম্মেদ আদল, মিল্টন রায়, খান ইমরান হোসেন, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, আবু জাফর, আলামীন শেখ, ইসমাইল হোসেন খান, ইসরাইল বাবু, জাহিদুল ইসলাম, শেখ আতিকুজ্জামান অপু, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান, শেখ তামীম, ইভান গাজী, তাসকিন আহম্মেদ শান্ত, সাব্বির হোসেন বাবু, সাইদ রানা, ইয়াসিন আরাফাত, আরিফিন আরিফ, নাহিদ, সফিকুর রহমান, নাইমুল ইসলাম নাইম, সাদ্দাম হোসেন, রাজা আহম্মেদ বুলবুল ও সাকিব হাসান প্রমুখ।

খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!