তেরখাদা উপজেলার ছাগলাদহ ও সাচিয়াদহ ইউনিয়ন ভুমি অফিসের ভবন আছে, কিন্তু কার্যক্রম নেই। ভূমি সেবা জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই দুই ইউনিয়নে ভূমি অফিস নির্মাণ করা হয়। ২ বছরের বেশি সময় পার হলেও আজ পর্যন্ত অফিসের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। ভবন দুটি তালাবদ্ধ রয়েছে। কোনো কার্যক্রম না থাকায় ইউনিয়নের মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত রয়েছে।
জানা গেছে, ছাগলাদহ ও সাচিয়াদহ ইউনিয়নের ভূমি মালিকদের উপজেলা সদরে গিয়ে সেবা নিতে হয়। সেখানে ভূমি মালিকদের সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। সে জন্য এ ইউনিয়নের জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এবং ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ করে। কিন্তু জনবল নিয়োগ না থাকায় আজ পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মেসার্স নিঝুম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ছাগলাদহ ও সাচিয়াদহ ইউনিয়নে এক প্যাকেজে দুটি ভবনের কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকা।
সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বুলবুল আহমেদ বলেন, ভবন নির্মাণ হলেও কার্যক্রম শুরু হয়নি। ফলে জনগণের যে সমস্যা সে সমস্যা রয়েই গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, এ দুই ইউনিয়ন ভূমি অফিসের জনবল নিয়োগ না থাকায় কার্যক্রম শুরু হয়নি। দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যক্রম শুরু হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম