আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতি সারতে পারছে না বাংলাদেশ। বিপিএল থাকায় টি-টোয়েন্টি ফরম্যাটে কেটেছে ব্যস্ত সময়। বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাকি ৭ দলই ওয়ানডে সিরিজ খেলছে। তবে এবার বাংলাদেশের আক্ষেপ খানিকটা কমবে। সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এর আগে ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের অভিযান।
ভারতের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচ দুবাইয়ে খেললেও বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের চার-পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প হবে। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।
ক্রিকেটারদের অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসার কথা রয়েছে স্পিন কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।