খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে তৃতীয় জয় বাংলাদেশের
  নিবন্ধন : ত্রুটি কাটাতে ডকুমেন্ট চেয়ে ১৪৪ দলকে চিঠি দেবে ইসি
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ খসড়া সূচি ফাঁস

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেই আসর সামনে রেখে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ খসড়া সূচি ফাঁস হয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য সাত দিন বাড়তি রাখা হয়েছে।

আগামী ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি সাত দিনে নিজেদের মধ্যে প্রস্ততি ম্যাচ খেলবে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৮টি দল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ৯ মার্চ। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে ফাইনালের জন্য ১০ মার্চকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। ওই ম্যাচে তাদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে তারা মুখোমুখি হবে শক্তিশালী ভারতের।

চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি

ফেব্রুয়ারি ১৯, নিউজিল্যান্ড-পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, বাংলাদেশ-ভারত

ফেব্রুয়ারি ২১, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা

ফেব্রুয়ারি ২২, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৩, নিউজিল্যান্ড-ভারত

ফেব্রুয়ারি ২৪, পাকিস্তান-বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৫, আফগানিস্তান-ইংল্যান্ড

ফেব্রুয়ারী ২৬, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

ফেব্রুয়ারি ২৭, বাংলাদেশ-নিউজিল্যান্ড

ফেব্রুয়ারী ২৮, আফগানিস্তান-অস্ট্রেলিয়া

মার্চ ১, পাকিস্তান-ভারত

মার্চ ২, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

মার্চ ৫, সেমিফাইনাল ১, এ১-বি২

মার্চ ৬ সেমিফাইনাল ২, বি১-এ২

মার্চ ৯, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

মার্চ ১০, ফাইনাল রিজার্ভ ডে

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!