যশােরের চৌগাছায় হাফিজিয়া মাদ্রাসা হতে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সােমবার ভােরে তারা মাদ্রাসা হতে পালিয়ে যায় এ রিপাের্ট লেখা পর্যন্ত শিশু শিক্ষার্থীরা নিজ বাড়ি কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।
জানা গেছে, উপজেলার মুক্তারপুর হাফিজিয়া মাদ্রসায় মােট ১৯ শিক্ষার্থী অধ্যায়নরত। প্রতি রাতের মতোই তাদের শিক্ষক সােমবার ভােরে পড়ার জন্য সকলকে ডাক দেন। এ সময় ঘুম থেকে উঠে অন্য শিক্ষার্থীদের মতোই রনি হােসেন (১৩) ও জিহাদ আলী (১২) মাদ্রাসার বাইরে আসে। তারা বাইরে এসে পালিয়ে যায়, এ রিপাের্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর কােন সন্ধান পাইনি পরিবার।
নিখোঁজ রনি হােসেন উপজেলার নিয়ামতপুর গ্রামের আল আমিনের ছেলে এবং জিহাদ আলী উপজেলার উজিরপুর গ্রামের পান্নু হােসেনের ছেলে।
নিখোঁজ রনি হােসেনের পিতা আল আমিন বলেন, সকালে মাদ্রসা হতে এক হুজুর ফােন দিয়ে ছেলে মাদ্রাসা থেকে চলে গেছে সংবাদটি জানান। এরপর হতে আমরা পরিবারের সকলেই খােজাঁখুজি শুরু করি। সকাল পরিয়ে দুপুর, তারপর বিকেল এখন সন্ধ্যা কিন্তু দুই শিশুর কােথাও সন্ধান পাওয়া যায়নি।
মুক্তারপুর হাফিজিয়া মাদ্রসার শিক্ষক হাফেজ আনারুল ইসলাম বলেন, তারা উভয়ই পড়া লেখায় বেশ ভালো, কােন শিক্ষক কখনও তাদের মারধর করা বা শাসন করে এমন নজির নেই, এমনকি শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ঠ ভাল সম্পর্ক আছে। এরমধ্যে তারা কেন মাদ্রাসা থেকে চলে গেছে বুঝে উঠতে পারছি না। শিশু দুইটির পরিবারের মত আমরাও সম্ভব্য সকল জায়গায় সন্ধান নিছি।
খুলনা গেজেট/কেডি