খানজাহান আলী থানা পুলিশ চোরাই ইজিবাইক উদ্ধারপূর্বক মো. শাহাজান মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ১৩ এপ্রিল শিরোমনি বৈশাখী মার্কেটের সামনে থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় ১৬ এপ্রিল একটা চুরির মামলা দায়ের হয়। মামলা নাম্বার ১১।
গ্রেপ্তারকৃত শাহাজান মোল্লা রাজবাড়ী রুপপুর এলাকার জব্বার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, থানায় দায়েরকৃত ইজিবাইক চুরির ওই মামলার সূত্র ধরে বূহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৬ টায় রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে চোরাইকৃত সবুজ রংয়ের ইজিবাইক উদ্ধার করে থানায় জব্দ করা হয়। এছাড়া চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী রুপপুর এলাকা থেকে মো. শাহাজান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মরত এসআই মো. ইসতিয়াক আহম্মেদ সংগীয় অফিসারসহ সোর্সের তথ্য অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে