খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

চোট পরিচর্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ দল ঘোষণা ঝুলে ছিল তাসকিন আহমেদের জন্য। জাতীয় দলের এ ফাস্ট বোলারের পাঁজরের পেশির টান পড়ায় ঝামেলা বাধে। দেশের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ দিয়েও পর্যালোচনা করা হয়ছে তাঁর চোটের স্ক্যান রিপোর্ট। তাতে তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে সোমবার সন্ধ্যায় বিসিবি চিকিৎসকদের কাছ পৌঁছায়।

এই রিপোর্টের ওপর ভিত্তি করেই বিশ্বকাপ দলে তাসকিনকে রাখা, না রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, ১৫ জনের স্কোয়াডে রাখা হবে তাসকিনকে। আজ দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘোষণা করা হবে বিশ্বকাপ দল।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে বোলিং করার সময় তাসকিনের পাঁজরের পেশিতে টান পড়ে। ১২ মে স্ক্যান করা হয় চোটের গভীরতা নির্ণয়ের জন্য। গতকাল অফিসিয়ালি রিপোর্ট হাতে পেলেও তা প্রকাশ করা হয়নি। বিসিবির মেডিকেল বিভাগ অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকের পুনর্মূল্যায়ন রিপোর্টের জন্য। সেখান থেকে রিপোর্ট মেইলে আসার পর নির্বাচক প্যানেল ও মেডিকেল বিভাগের সভা হয়।

তাসকিন সমকালকে জানান, বিশ্বকাপে যেতে প্রস্তুত তিনি। তবে চোট পরিচর্যা করে কত দিনে খেলায় ফিরতে পারবেন, তা জানাননি টাইগার এ ফাস্ট বোলার। ২৯ বছর বয়সী এ পেসার জানান বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। সেখানে আগে থেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নেওয়া আছে কাঁধের পুরোনো চোটের পরীক্ষা-নিরীক্ষার জন্য। বিসিবির একটি সূত্রে জানায়, তাসকিনকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পেতে চায় দল। সে হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে এখনও ২৫ দিন বাকি। আশা করা হচ্ছে, ভালোভাবে চোট পরিচর্যা করা গেলে তত দিনে সেরে উঠবেন টাইগার ফাস্ট বোলার।

তাসকিন বিশ্বকাপ দলে থাকলেও অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে দলের সঙ্গে। বিশেষ করে, একাধিক পেস বোলার চেয়েছে টিম ম্যানেজমেন্ট। এ জন্য তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগকে এ দু’জনের টিকিট বুক করতে বলা হয়েছে। তারা কাল রাতে না হলে দুই দিন পর ডালাস রওনা করবেন বলে জানায় বিসিবি।

মূলত ইনজুরি এড়াতে বাড়তি পেসার দলের সঙ্গে রাখার পরিকল্পনা। এ জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন নিতে হবে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার ব্যাপারে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাসকিনকে না পেলেও স্কোয়াডে বড় কোনো পরিবর্তন করা হবে না। অর্থাৎ চার পেসার ও চার স্পিনার রাখা হতে পারে দলে।

তারা মনে করেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিন বেশি কার্যকর হবে। প্রতিপক্ষ বিবেচনায় ভিন্ন ভিন্ন ম্যাচে স্পিনার খেলাতে হতে পারে। কোনো ম্যাচে দু’জন বাঁহাতি স্পিনার প্রয়োজন হবে বলে মত টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে গতকাল সন্ধ্যায় বিশ্বকাপ দল চূড়ান্ত করার কথা। যদিও ২৪ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ থাকবে। বিশ্বকাপ শুরুর পরও খেলোয়াড় পরিবর্তন করা যাবে। ইনজুরি, শৃঙ্খলা ও জরুরি কারণে টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়ে পরিবর্তন করা যায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!