কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কারণ, দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে চেলসির মাঠে এসে স্বাগতিকদেরই তারা হারিয়ে গিয়েছিল ৩-০ গোলে। একে তো বড় ব্যবধানে জয়, তার ওপর তিনটি অ্যাওয়ে গোল। এত দিক দিয়ে এগিয়ে থাকলে, যে কারো চোখ বন্ধ করে কোয়ার্টারে চলে যাওয়ার কথা।
কিন্তু বায়ার্ন এত হালকাভাবে নেয়নি। নেয়নি বলেই শনিবার রাতে নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে পেয়ে ৪-১ গোলের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছে থমাস মুলার আর রবার্ট লেওয়ানডস্কিরা। দুই লেগ মিলিয়ে চেলসিকে বায়ার্ন হারালো ৭-১ গোলের বিশাল ব্যবধানে।
বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। একটি করে গোল এসেছে ইভান পেরেসিক এবং কোরেন্টিন তোলিসোর পা থেকে। চেলসির হয়ে একমাত্র স্বান্তনাসূচক গোলটি করেছেন ট্যামি আব্রাহাম।
শনিবার রাতে দুই দলের বড় ব্যবধানে জয়ের পর বিষয়টা আরও নিশ্চিত হয়ে গেলো। আগামী ১৪ আগস্ট লিজবনে লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনার মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
খুলনা গেজেট/এএমআর