খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

চেয়ারম্যানের গোডাউন অভিযান, ৩২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

গেজেট ডেস্ক

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা ও গোসাইবাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩২ কোটি ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। এ সময় তারা ১ কোটি ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবহান বলেন, পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ পান্না সিনেমা হলের পেছনে জিএম কর্পোরেশন নামে একটি ও ডিঙ্গাভাঙ্গায় সওবান নামে আরেকটি জাল আয়রনের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১ কোটি ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের মূল্য প্রায় ৩২ কোটি ১০ লাখ টাকা। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাক্টরি দুটির মালিক পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অভিযানের সময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গত ২৮ আগস্ট ২ কোটি ৫১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করে নৌ-পুলিশ।

টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!