চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষধর সাপের কামড়ে সায়েম আলী (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আলী একই গ্রামের কৃষক সাবান আলীর ছেলে ও আইলহাস লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে খেলছিল সায়েম আলীসহ গ্রামের অন্যান্য বাচ্চারা। ওই পুকুরে ছোট ছোট গর্তে পাখিরা বাসা করে থাকে। পরে গর্ত থেকে পাখি ধরতে শুরু করে সায়েমসহ অন্যরা। এসময় একটি গর্তের ভেতর হাত দিলে বিষধর সাপ কামড় দেয় সায়েমকে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে সায়েম। পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
খুলনা গেজেট/এনএম