খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

চুয়াডাঙ্গার জীবননগরে গাভীকে বিষ প্রয়োগে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগর পিয়ারাতলায় পূর্ব শত্রুতার জের ধরে এক প্রান্তিক খামারির প্রায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গাভী গরুকে খাবারের সাথে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার স্বীকার পিয়ারাতলা পশ্চিমপাড়ার মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে প্রান্তিক খামারি আজম মন্ডল জানান, আমি প্রতিদিনের ন্যায় আমার বসত বাড়ির গোয়াল ঘরে রাখা তিনটি গাভী গরুগুলোকে রাতের খাবার দিয়ে অন্যান্য কাজকর্ম করে থাকি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গরুর খাবার দিয়ে বাড়ির পারিবারিক কাজকর্ম গোছানোর সময় আমার ছোটভাই আবজাল গোয়াল ঘরে গিয়ে দেখে একটা গরু হঠাৎ কেমন ছটফট করতেছে আমি শুনতে পেরে তড়িঘড়ি করে গরুটা ঘর থেকে বের করে বাহিরে আনার পর গরুটার মুখ দিয়ে লালা ঝরতে থাকে একপর্যায়ে গরুটা মারা যায়। তার আধা ঘন্টার মধ্যে বাকি দুটি গাভীর একই লক্ষন দেখতে পাই আমি তখন আমার এলাকার গ্রাম্য পশু চিকিৎসক আমিরকে খবর দিই তিনি এসে গরুর লক্ষণ দেখে জানায় গরুর খাবারের সাথে বিষ প্রয়োগ করা হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই সেই গরু দুটিও মারা যায়।

তিনি জানান, গাভী গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। আজম আরো জানান, এর মধ্যে একটি গাভীর পেটে বাচ্চা ছিলো। আমার এলাকায় আমার কারো সাথে কোনো ঝামেলা ঝগড়া বিবাদ কিছুই নাই। কিন্তু কে বা কারা কেন আমার এমন ক্ষতি করলো আমি কিছুই বুঝে উঠতে পারছিনা। এই করোনা মহামারির সময় আমরা এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত আবার নতুন করে এই ঘটনা আমি কি করবো কেমনে চলবো কিছুই বুঝে উঠতে পারছিনা।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ঘটনার ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!