খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চুরির অপবাদে যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে ব্যাটারি চালিত ইজিবাইক চুরির অপবাদ দিয়ে শেখ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবককে নির্যাতনের ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে নির্যাতনের স্বীকার শেখ আব্দুল্লাহ‘র মা দুলিয়া বেগম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন চারজনকে আসামী করে এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে প্রধান আসামী রামপাল উপজেলার ব্রী-চাকশ্রি এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে শেখ হাসান আলী (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

মামালার অন্য আসামীরা হলেন, ব্রি চাকশ্রী এলাকার ওয়াজেদ শেখের ছেলে আবু ছালেহ (৪২), আব্দুল মজিদ শেখের ছেলে আবুল হোসেন শেখ (৩৫) এবং জাকির শেখের ছেলে মোঃ জসিম শেখ (২৭)। এসব আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নির্যাতনের শিকার আব্দুল্লাহ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার শেখ গফুরের ছেলে। সে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন বলেন, নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার পরে আমরা নির্যাতনের শিকার যুবকের সাথে যোগাযোগ করি। নির্যাতনকারীদের শনাক্তের চেষ্টা করি। ওই যুবকের মা মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামীকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইজিবাইকযোগে বাগেরহাট আসার পথে রামপাল উপজেলার চাকশ্রি নামক স্থান থেকে জোরপূর্বক শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ব্রি চাকশ্রী এলাকার শেখ হাসান আলী ও ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর ভাগ্নে আবু সালেহসহ কয়েকজন। চুরির অপবাদ দিয়ে প্রায় ২২ নির্যাতনের পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেওয়া হয় শেখ আব্দুল্লাহকে। পরে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হন শেখ আব্দুল্লাহ। নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ এ সংক্রান্ত মামলা নিতে আগ্রহ প্রকাশ করে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!