জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত নাসিরুল ইসলাম আওলাদ। চুন্নুর বিরুদ্ধে ব্যাংকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণখেলাপের অভিযোগ তার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জাপা মহাসচিব।
এদিকে, শুক্রবার (৮ ডিসেম্বর) চতুর্থ দিনেও ইসিতে ভিড় করেন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা। যাদের বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন। আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ার আশা সবার।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, অশোক কুমার দেবনাথ জানান, শতভাগ ন্যায়বিচার পাবেন সংক্ষুব্ধরা। শনিবার শেষ হচ্ছে আপিলের সুযোগ। আর নিষ্পত্তি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর ।
খুলনা গেজেট/ এএজে