খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে জরিমানা, ডিপো সিলগালা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদ।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার মালতিয়া মোড়ে মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান তার ডিপোতে লোকজন নিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিপো মালিককে ৫হাজার টাকা জরিমানা ও ডিপো সিলগালা করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ  রাখার ঘোষনা করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!