খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ১২

আন্তর্জা‌তিক ডেস্ক

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন ১২ জন এবং নিখোঁজ রয়েছেন ১২জন। নিখোঁজের সংখ্যা আও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন।

এই দুই প্রদেশের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৪ হাজার ৩০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকর্মীরা।

সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর রোববার ভোরেই বন্যা ও ভূমিধস শুরু হয় গানসুর লঙ্গান শহর ও সিচুয়ানের বিভিন্ন এলাকায়। এই দুই প্রদেশে ৯৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের আবহাওয়া দপ্তর।

সিচুয়ান প্রদেশে আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ৬ জন এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছে। প্রদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া লঙ্গানে নিহত হয়েছেন ৬ জন। তবে সেখানে কতজন নিখোঁজ রয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

লঙগান ও তার আশপাশের এলাকা থেকে এ পর্যন্ত ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে সিজিটিএন।

এদিকে, চীনের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে যখন প্রবল বর্ষণজনিত কারণে বন্যা দেখা দিয়েছে, সেই একই সময়ে ব্যাপক তাপদাহে পুড়ছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জেজিয়াং ও বৃহত্তম শহর শাংহাই। গত এক সপ্তাহ ধরে এ দুই অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

চীনের জলবায়ুবিদরা জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ুগত পরিবর্তনই দেশটিতে সম্প্রতি আবহাওয়াগত দুর্যোগ বৃদ্ধির জন্য দায়ী।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!