খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

চীনের ৯ শহরে আবারও বাড়ছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী রোগ করোনার বিস্তার ঠেকাতে ‘জিরো কোভিড নীতি’ নিয়েছে চীন। কঠোরভাবে এই নীতির বাস্তবায়নও করে চলছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার; কিন্তু তা সত্ত্বেও দেশটির বিভিন্ন শহর ও প্রদেশে বাড়ছে দৈনিক সংক্রমণ।

চীনের সরকারি স্বাস্থ্যসেবা দফতরের তথ্য অনুযায়ী, রাজধানী বেইজিং, হেইলঙজিয়াং সহ অনেক শহরে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অন্তত ৯ টি শহরে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই শহরগুলো হলো— শেনঝেন, গুয়াংজু, ইউনফু, হুইঝৌ, হিউয়ান, মেইঝৌ, বাইস, ন্যানিং এবং শাওইয়াং।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশ গুয়াংডং, গুয়াংশি ও হুনানেও বিপজ্জনক হারে করোনার দৈনিস সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা দফতর।

এদিকে শিগগরিই দেশটিতে শুরু হতে যাচ্ছে বসন্তবরণ উৎসব। চীনা সংস্কৃতিতে এই উৎসব বেশ জাঁকজমকের সঙ্গে পালিত হয়; দূর-দূরান্তে থাকা লোকজন এই উপলক্ষ্যে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

তবে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধীন হাসপাতালের শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ওয়াং গুয়াংফা দেশবাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, বর্তমানে দেশের যে সংক্রমণ পরিস্থিতি, তাতে বসন্তবরণ উৎসবে জনসমাগম ‘সুপার স্প্রেডারের’ ভূমিকা নিতে পারে।

তবে দেশটির বিভিন্ন প্রাদেশিক ও নগরাঞ্চলের স্থানীয় সরকার দৈনিক সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। হেনান প্রদেশের প্রাদেশিক সরকার ও জিজিয়া ও নানইয়াং জেলার স্থানীয় সরকার সংক্রমণ বাড়ছে, এমন এলাকাগুলোতে জনগণকে যেতে নিরুৎসাহিত করছে।

পাশাপাশি, যেসব অঞ্চলকে ইতোমধ্যে সংক্রমণের ‘হটস্পট’ বলে চিহ্ণিত করা হয়েছে, সেসব এলাকা থেকে আসা লোকজনকে প্রবেশ করার পরপরই করোনার আরটি পিসিআর টেস্ট করানো বাধ্যতামূলক করেছে এই তিন স্থানীয় সরকার কর্তৃপক্ষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!