বাগেরহাটের চিতলমারীতে ৬০০ কৃষক পরিবারের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস থেকে এ চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। ফলগ্রাম স্থাপনের লক্ষে উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের কৃষকদের দোরগোড়ায় গাছের চারা পৌঁছে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ আজিুজর রহমান, বাগেরহাট খামারবাড়ির প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ মোতাহার হোসেন, চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ ।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ জানান, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় চিতলমারীর ৬ ইউনিয়নে ৬টি ফলগ্রাম স্থাপনের লক্ষ্যে ফলজ চারা বিতরণ করা হয়। মোট ৬০০ কৃষক পরিবারের মধ্যে ১ হাজার ২০০ চারা বিতরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস