খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

চিতলমারীতে সমাজ সেবা কর্মকর্তাসহ করোনা আক্রান্ত ৩

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ নতুন করে আরও ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলেই পুরুষ। এ ঘটনায় আক্রান্তদের ৩টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে চিতলমারীতে মোট করনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৫৭ জন। এদেরমধ্যে ৪৬ জন সুস্থ্য হয়েছেন। ৩ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৮ জুলাই ৪ জন ও ২ আগস্ট ২ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান হয়। সেখান থেকে নমুনা পরীক্ষা শেষে ৩ আগস্ট (সোমবার) চিতলমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মূছা (৩৬), পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার গৌতম কুমার সরকার (৩৫) ও লাইনম্যান শিমুল খান (২০) সহ ৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

এ ঘটনায় সোমবার সকালে আক্রান্তদের ৩টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে চিতলমারীতে মোট করনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৫৭ জন। এদেরমধ্যে ৪৭ জন পুরুষ ও ১০ জন নারী। আক্রান্তদের মধ্যে ৪৬ জন সুস্থ্য হয়েছেন।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!