বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ভাষা শহিদের প্রতি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
প্রথমে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে চিতলমারী উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, চিতলমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পরিষদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, চিতলমারী উপজেলা প্রেসক্লাব, সদর ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ বছর মহামারি করোনা পরিস্থিতির কারণে স্থাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর, বর্তমান সভাপতি প্রদীপ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, শফিকুল ইসলাম সাফা, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস, সদস্য মোঃ কামরুল ইসলাম, কপিল ঘোষ, হাফিজুর রহমান ও সাংবাদিক শেখ মিরাজুল ইসলাম প্রমূখ।
খুলনা গেজেট/ টি আই