খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদণ্ডাদেশ দেন।

করোনা রোধে এ সময় ১১ টি মামলার মাধ্যমে মোট ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জনকে জরিমানা করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!