খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

চিতলমারীতে বিনাভোটে চার চেয়ারম্যান নির্বাচিত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকার ৭ প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবার (২৪ মার্চ) নৌকার মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তাই এখানের চারটি ইউনিয়ন পরিষদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের চারজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাকি তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদসহ ৭টি ইউনিয়নেই সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের সদস্য পদে আগামী ১১ এপ্রিল অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিসার আরো জানান, গত ১৮ মার্চ বিকেল ৫ টা পর্যন্ত এখানে দলীয় প্রতীক নৌকার ৭ প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। ২৪ মার্চ নৌকার মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। চারটি ইউনিয়নে নৌকার একক প্রার্থী থাকায় তাদেরকে বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিতরা হলেন ৩নং হিজলা ইউনিয়ন পরিষদে কাজী আবু সাহিন, ৪নং শিবপুর ইউনিয়ন পরিষদে অলিউজ্জামান জুয়েল, ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে অর্চণা দেবী বড়াল ঝর্ণা ও ৭নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদে বিউটি আক্তার।
অপরদিকে, ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ মাসুদ সরদার, স্বতন্ত্রপ্রার্থী অহিদুজ্জামান পান্না শেখ, ২নং কলাতলা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ বাদশা শেখ, স্বতন্ত্রপ্রার্থী শিকদার মতিয়ার, আবু জাফর মোঃ আলমগীর হোসেন, শেখ ফরিদ ও ৫নং চিতলমারী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ নিজাম উদ্দিন শেখ এবং স্বতন্ত্রপ্রার্থী মোঃ সাহেব আলী ফরাজী ভোটযুদ্ধে লড়বেন।

এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৮১৬ জন। এদেরমধ্যে ৫৬ হাজার ৯৪৮ পুরুষ ও ৫৩ হাজার ৮৬৮ জন নারী ভোটার। সাধারণ ওয়ার্ড রয়েছে ৬৩টি। সংরক্ষিত ওয়ার্ড ২১টি, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪টি, ভোট কক্ষের সংখ্যা ৩২২টি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!