বাগেরহাটের চিতলমারীতে ইট ভর্তি ট্রাকের চাপে বালু ভর্তি ট্রলি খাদে পড়ে ইজাজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের উওর শিবপুর আলহেরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলিতে থাকা মোঃ শামীম নামের এক যুবক আহত হন।
নিহত ইজাজ শেখ কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে। পুলিশ ট্রাক ও চালক হারুন অর রশিদ (২৭) কে আটক করেছেন। আটককৃত হারুন অর রশিদ মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকার কেরামত মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর ৩ টার দিকে উপজেলার উওর শিবপুর আলহেরা জামে মসজিদের সামনের মহাসড়কে চিতলমারীগামী একটি বালু ভর্তি স্যালোমেশিন চালিত ট্রলিকে ইট ভর্তি খুলনা মেট্রো-শ-১১-০১০৩ ট্রাক চাপ দেয়। এ সময় বালু ভর্তি ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে উল্টে গেলে চালক ইজাজ শেখ নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলামরী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাক ও চালক হারুন অর রশিদ (২৭) কে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
খুলনা গেজেট/এসজেড