বাগেরহাটের চিতলমারীতে দিন দুপুরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদে অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এটাকে ‘রহস্যজনক’ চুরি বলে দাবি করছেন।
চিতলমারী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মোঃ ওবায়দুর রহমান জানান, কলাতলা ইউনিয়নের মাঠ সহকারী মোঃ রবিউল ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ঋণের অর্থ সংগ্রহ করে অফিসের ফাইল কেবিনেটে রাখেন। চোর কেবিনেটে রাখা প্রায় ৪ লাখ টাকা নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর ঘটনাস্থলে আসা প্রত্যক্ষদর্শীরা অফিসের সিসি টিভি ফুটেজের বর্ণনা দিয়ে জানান, মুখে মাস্ক পরিহিত সাদা গেঞ্জি গায়ে এক ব্যক্তি অফিসের বারান্দায় দীর্ঘক্ষণ একটি চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। বিকায় ৪ টার দিকে ওই ব্যক্তি মাঠ সহকারীদের ফাইল কেবিনেটে রাখা প্রায় ৪ লাখ টাকার ব্যাগটি নিয়ে সবার সামনে থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এ সময় টাকা রাখা ওই কক্ষের সিসি টিভি বন্ধ ছিল বলে তারা জানান। তারা এটাকে রহস্যজনক চুরি বলে দাবি করেছেন।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক মুঠোফোনে সাংবাদিকদের জানান, সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে চুরি যাওয়া টাকা উদ্ধার ও চোরকে আটক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম