খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

চিতলমারীতে তিন মাদকাসক্তকে জেল-জরিমানা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে তিন মাদকাসক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেল ও অর্থদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ দন্ডাদেশ দেন।

এদিন বিকেল ৫ টায় বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি সংগীয় ফোর্স নিয়ে চিতলমারী উপজেলার শিবপুর চন্ডি বালার ব্রীজের পাশ থেকে তাঁদের আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি চাকু, আঠার কৌটা ও গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আড়–য়াবর্নী চরপাড়া গ্রামের মো. আফতাব শেখের ছেলে মেহেদী হাসান (১৯), একই গ্রামের মহব্বত নকিবের ছেলে শাহিন নকিব (২০) ও শিবপুর ইউনিয়নের কলিগাতি গ্রামের মোস্তফা শেখের ছেলে মোস্তাকিম শেখ (২১)।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, এদের প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!