খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

চিতলমারীতে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইলিয়াস মোল্লা (৫৫) নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে বাগেরহাট-পাটগাতী সড়কের চিতলমারী উপজেলার বড়বাগ এলাকায় চিতলমারীগামী একটি ট্রাক পিছন থেকে ওই সেনা সদস্যকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহযোগি পালাতে সক্ষম হয়েছেন। নিহত ইলিয়াস মোল্লা চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের মৃত গোঞ্জর মোল্লার ছেলে। তিনি সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল হিসেবে অবসর গ্রহন করেন। মোঃ ইলিয়াস মোল্লা এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং শিবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ট্রাক চাপায় ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস মোল্লা (৫৫) নিহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেই সাথে ট্রাকটিকে আটক করেছি।

খুলনা গেজেট/এনএম/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!