‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় চিতলমারী থানার সভা কক্ষে এক আলোচনা সভা হয়।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্নাসহ ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন ও এস আই নিকুঞ্জ রায়।
খুলনা গেজেট/এনএম