বাগেরহাটের চিতলমারীর বারাশিয়া বাজারে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। সোমবার (২৬ জুন) ভোর রাতে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে উপজেলার বারাশিয়া বাজারে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাজারের ব্যবসায়ী বিল্লাল ধানীর ফিড, ভূসি, চাউল ও কীটনাশকের দোকান, মোঃ বাচ্চু শেখের মুদি ও পোল্ট্রি মুরগির দোকান এবং জিয়াবুর শিকদারের মোবাইল ও জুতা-স্যান্ডেলের দোকান পূড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চিতলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এস এম আব্দুল অদুদ জানান, খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খুলনা গেজেট/এনএম