সাতক্ষীরার শ্যামনগরে নুরনগর বাজারে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মেসার্স জাকিয়া ফিসের মালিক জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নুরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
অভিযানে ৬০কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়াও এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাকে এবং অন্যান্য মাছ ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে।
শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নুরনগর বাজারে জাকিয়া ফিসে চিংড়িতে অবৈধ অপদ্রব্য পুশ করছে। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে পুশকৃত চিংড়ি মাছ ও সরঞ্জাম আটক করি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, নুরনগর বাজারে চিংড়িতে অবৈধ পুশ করার অপরাধে মেসার্স জাকিয়া ফিসের মালিক জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৬০কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে হয়। জব্দ করা চিংড়ি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়াও বাজারের অন্যান্য ব্যাবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। যদি পরবর্তী সময় আবার এমন কাজ কেউ করে তাহলে তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুৃলনা গেজেট/ টি আই