মুমিনুল হক ও সাদমান ইসলামের দৃঢ়তায় কেটেছে বাংলাদেশের দ্বিতীয় সেশন। কিন্তু চা বিরতির আগে তাদের দুজনকেই হারালো স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের বিদায়ের ধাক্কা লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে।
৯ রানে ওপেনারের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে সাদমানের ৪৩ রানের জুটি ভাঙে লাঞ্চের ঠিক আগে। প্রথম সেশন তারা শেষ করে ৬৬ রানে ২ উইকেট হারিয়ে।
স্কোর: বাংলাদেশ- ৫৮ ওভারে ১৪০/৪ (মুশফিক ৯*, সাকিব ৩*)
৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশন শুরু করেন মুমিনুল ও সাদমান। দুজনের জুটি পঞ্চাশ ছাড়ানোর পর পর বিচ্ছিন্ন করেন জোমেল ওয়ারিকান। ৫৩ রানের জুটি গড়ার পথে সাদমান করেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তার হাফসেঞ্চুরি উদযাপন দেখে বিদায় নেন মুমিনুল। ওয়ারিকানের বলে জন ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন স্বাগতিক অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার চা বিরতির দুই ওভার আগে আউট করেন সাদমানকেও। ৫৯ রান করে এলবিডাব্লিউর শিকার হন বাঁহাতি ওপেনার। দলীয় ১৩৪ রানে তার বিদায়ের পর ৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিরতিতে গেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান।