খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

চালনায় ভোটকেন্দ্রে হাতাহাতি, পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট চলাকালে একটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চালনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটারদের কয়েকজনের ভাষ্য, জগ প্রতীকের এক সমর্থক ভোট দিতে গেলে নৌকা প্রতীকের এজেন্ট তাঁকে বাধা দেন। ওই ভোটার বাইরে এসে জোরে জোরে অভিযোগ করতে থাকলে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সরদার ইব্রাহিম হোসেন সোহেল খুলনা গেজেটকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ শান্তিপূর্ণ আছে।

ওই কেন্দ্রের একজন এজেন্ট প্রলয় বাছাড় অভিযোগ করে খুলনা গেজেটকে বলেন, ভোটকেন্দ্রের দুর্নীতি হচ্ছে। সেখানে ভোট কারচুপি হয়েছে। ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারছে না। আওয়ামী লীগের কর্ম-সমর্থকেরা এসব ঘটনা ঘটাচ্ছে।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে চালনা এমএম কলেজ কেন্দ্রে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে অপর একটি হাতাহাতির ঘটনা ঘটে।

খুলনা গেজেট / এআর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!