“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানব কল্যাণ সোসাইটি দুই দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের পক্ষ থেকে রাড়ুলী ইউনিয়নের ১ টি কলেজ, ২ টি মাধ্যমিক বিদ্যালয় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় প্রায় ৫০০ টি ফলজ ও বনজ উদ্ভিদ রোপন করা হয়। এছাড়া একই দিন সংগঠনের পক্ষ থেকে দরিদ্র কৃষকের মাঝেও বিভিন্ন প্রকার ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ করা হয়।
সোসাইটির সভাপতি পিজুষ কুমার বিশ্বাস, সহ সভাপতি এনামুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ সুমন হোসেন, দপ্তর সম্পাদক সহকারী শিক্ষক আব্দুস সালাম জোয়ার্দার, প্রচার সম্পাদক বেসামরিক প্রশিক্ষক মোঃ জামশেদ, কোষাধ্যক্ষ ইউপি সচিব ফারুক হোসেন, ম্যনেজার মনোজ পাল, নিখিল ঘোষ, অরুন ঘোষ, সচীন ঘোষ, মতিয়ার রহমান, প্রহল্লাদ, মনিরুল ইসলামসহ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ও সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে ত্রাণ, কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণসহ নানামুখী সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।
খুলনা গেজেট/লিপু