খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ
  ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে গণহত্যার বিচার শুরু হবে আশা চিফ প্রসিকিউটরের

চবির অছাত্র ও বহিষ্কৃতদের হল ছাড়তে নির্দেশ

গেজেট ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অছাত্র ও বহিষ্কৃতদের হল ছাড়তে হবে। যাদের আট বছরের মধ্যে ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের অবশ্যই হল ছাড়তে হবে। তা না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এছাড়া যারা বহিষ্কৃত আছে তাদেরও সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়তে হবে। এগুলো নিয়ে আমরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি।

প্রথম আলোর সাংবাদিক মোশাররফ শাহকে মারধরের প্রতিবাদে রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় স্মারকলিপি দিতো গেলে উপাচার্যের সম্মেলন কক্ষে উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এই কথা বলেন।

তিনি আরো বলেন, `আমরা একটি নোটিশ দেব। এছাড়া একটা তদন্ত কমিটি গঠন করতেছি। দুপুর ২টা থেকে আমরা টানা কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করতেছি।`

এর আগে, সকালে প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক মোশাররফ শাহকে মারধর করে সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা। তাকে দু দফায় মারধর করে। এরপর বিকেল ৩ টার দিকে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ নিয়ে তারা একটি বিজ্ঞপ্তি দেয়। এরপর সাংবাদিক সমিতি একটি মানববন্ধন করে অপরাধীদের শনাক্ত করে শাস্তি দাবি করে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!