খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে খুলনা গেজেটকে অভিনন্দন

এম. এ. মান্নান বাবলু

‘সবার আগে, সঠিক খবর’ স্লোগানকে ধারণ করে ২০২০ সালের জুলাই মাসে খুলনা গেজেট আত্মপ্রকাশ করে। বৈশি^ক মহামারীর ভয়াবহতার মধ্যেই পদ্মার এপারে দক্ষিণ বঙ্গের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল খুলনা গেজেট’র যাত্রা। খুলনার পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট’র চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে খুলনা গেজেট পরিবারের সকল উদ্যোক্তা, পরিচালক, কলাকুশলী, সাংবাদিক ভাই-বোন ও কর্মকর্তা-কর্মচারীদের জানাই আন্তরিক অভিনন্দন।

প্রযুক্তির উম্মেষের কারণে সংবাদপত্র এখন আমাদের মুঠোফোনের স্ক্রীনে চলে এসেছে। নিউজ পোর্টালগুলো সার্বক্ষণিকভাবে নতুন নতুন সংবাদের নোটিফিকেশন দিচ্ছে। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট তার জন্মলগ্ন থেকেই নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী নানা সংবাদ পরিবেশন করে আসছে- যা খুলনাসহ সর্ব মহলে অত্যন্ত সুনাম অর্জন করেছে। প্রতিনিয়ত দেশের জাতীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণবঙ্গসহ সারাদেশের মানুষের সংবাদের চাহিদা পূরণ করে যাচ্ছে খুলনা গেজেট’র একঝাঁক সংবাদসেবী।

একটি গণতান্ত্রিক দেশে সংবাদ পাঠকদের সন্তুষ্টির ব্যাপারে সর্বোচ্চ আন্তরিকতার সাথে পেশাগতভাবে বিশুদ্ধ থেকে খুলনা গেজেট যেভাবে কাজ করে আসছে- তা অত্যন্ত প্রশংসনীয়। খুলনা গেজেট’র এই পথ চলা গণমাধ্যম সেবাকে উত্তরোত্তর সমৃদ্ধ করবে বলে আমি মনে করি।

ভবিষ্যতে খুলনা গেজেটকে আরও দায়িত্বশীল পোর্টাল হিসেবে দেখতে ইচ্ছুক। আমি বিশ্বাস করি, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্রের সমৃদ্ধি ও মানুষের অধিকার নিয়ে খুলনা গেজেট সব সময়ই কাজ করে যাবে অত্যন্ত নিরপেক্ষতার সাথে। সবশেষে খুলনা গেজেট এর জন্য ঈর্ষণীয় সাফল্য ও শুভ কামনা।

লেখক : সাধারণ সম্পাদক, খুলনা মহানগর শাখা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!