চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছে।বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার ফাজিলখাঁর হাট এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- কোহিনুর বেগম এবং তার দুই ছেলে মো. মানিক ও মো. মিরাজ । তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান জানান, আনোয়ারা থেকে বাসটি শহরের দিকে যাচ্ছিল। বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী কোহিনুর বেগম ঘটনাস্থলে মারা যান। দুই ছেলেক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের চমেক হাসপাতালে নেয়া মো. মনজুরুল আলম নিহতের স্বজনদের বরাতে জানান, মানিক এ বছর পটিয়ার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরীক্ষা শেষে তারা পটিয়ার শান্তির হাটের বাসা থেকে আনোয়ারা মোহছেন আউলিয়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনার পর বাস আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
খুলনা গেজেট/এসজেড