নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় শুক্রবার গুলিবিদ্ধ হন খুলশী থানার এসআই মহিম উদ্দিনের ছেলে মুশফিকুল হক মাহিন (১৮)।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
মাহিন সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছিলেন।
পরিবারের বরাতে নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) আরিফ হোসেন বলেন, “দুপুরে মাহিনকে তার বাবা ‘বকা’ দিয়েছিলেন। তাতে অভিমান করে সে বাবার সার্ভিসেস পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে।”
“ছেলেকে বকা দিয়ে নামাজ পড়তে মসজিদে যান এসআই মহিম উদ্দিন। পরে তার ছেলে গোসল করে নিজ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বুকে গুলিবিদ্ধ মাহিনকে এবং তার পাশে বাবার সরকারি পিস্তলটি দেখতে পান।”
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, “মাহিনের বাবা যখন নামাজ পড়তে যান তখন বাসায় ছিলেন তার মা ও দুই বোন। গুলির শব্দ শুনে তারা মাহিনের রুমের দরজা খোলার চেষ্টা করলে তা ভেতর থেকে বন্ধ পান।
“তারা দরজা ভেঙ্গে ঘুরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মাহিনের লাশ উদ্ধার এবং বাসা থেকে পিস্তলটি জব্দ করে।”
ওসি জহির বলেন, এইচএস পাস করে মাহিন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
“কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সেই পরীক্ষায় অংশ না নেওয়ায় ছেলেকে বকাঝকা করেছিলেন এসআই মহিম।”
খুলনা গেজেট/কেএম