খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

চট্টগ্রামে আরও ৬০৩ জন আক্রান্ত, মৃত্যু ৩

গেজেট ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০৩ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন জন। শনাক্তের হার ৩১ দশমিক ৬৩ শতাংশ।

শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৩৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৬৭ জন।

লোহাগাড়ায় ১, সাতকানিয়ায় ১, পটিয়ায় ২, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ১৯, রাউজানে ২৮, ফটিকছড়িতে ২০, হাটহাজারীতে ২০, সীতাকুণ্ডে ২৬, মিরসরাইয়ে ৩৬ ও সন্দ্বীপে ৪ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৯৯ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরে রয়েছেন ৪৯ হাজার ৭১৮ জন। জেলার বিভিন্ন উপজেলার রয়েছেন ১৪ হাজার ৫৮১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়া তিনজনের দুজনই নগরের বাইরের বাসিন্দা, বাকি একজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৬৭ জন।

এর আগে, শুক্রবার (৯ জুলাই) করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৮৩ জন। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) সর্বোচ্চ ৭১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৯ জন৷

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!