পুরান ঢাকার চকবাজার এলাকার একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিট কাজ করে রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
এর আগে রোববার (৩ এপ্রিল) রাত ১১টা ৩৮ মিনিটে গোডাউনে আগুন লাগে। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজার আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে আগুন লাগে। গোডাউনটি টিনশেড ছিল। এর ভেতরে টিনের শিট ছিল। তবে আগুন লাগার সময় ভেতরে কোনো মানুষ ছিল না। ফায়ার সার্ভিস ফোন পাওয়ার চার মিনিটের মাথায় আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি আরও বলেন, আগুনের তীব্রতা কমে গেছে। তবে ভেতরে প্রচন্ড ধোঁয়া রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি কমিটি গঠন করবে ফায়ার সার্ভিস।
এদিকে আগুনের কারণে চকবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই