খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতি পালিয়েছে
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
আন্তর্জাতিক বাজারে দরপতন

ঘোষণার ১০ দিনেও দেশে কমেনি সয়াবিনের দাম, ভারতে ১০ টাকা কমানোর নির্দেশ

গেজেট ডেস্ক

আন্তর্জাতিক বাজারে ২৭ শতাংশের বেশি দাম কমার পর দেশে তেলের দাম লিটারে কেবল ৬ টাকা কমানো নিয়ে সমালোচনা ছিল। তবে যে ঘোষণা দেয়া হয়েছিল, তারও বাস্তবায়ন হয়নি।

সরকার সিদ্ধান্ত জানানোর ১০ দিন পরও ভোক্তাদের এখনও আগের দাম ২০৫ টাকা লিটার দরেই তেল কিনতে হচ্ছে। অথচ এর আগে যখন তেলের দাম বাড়ানো হয়, তখন দেখা গেছে সরকারের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বাড়তি দাম রাখা শুরু হয়ে যায়।

খুচরা পর্যায় থেকে ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের তেলের সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে। তাই পুরোনো তেল বিক্রি করা ছাড়া বিকল্প নেই।

আবার পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন, দাম নির্ধারণের পর নতুন দামের তেল আসতে তিন-চার দিন সময় লেগেছে। তাই খুচরা পর্যায়ে যেতে সময় লাগবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করে ২৬ জুন ভোজ্যতেলের নতুন দাম কার্যকরের ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বলা হয়, পরদিন থেকে নতুন দামে তেল বিক্রি হবে।

সেদিন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১৯৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম লিটারে কমিয়ে আনা হয় ৫ টাকা। অর্থাৎ লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ হয় ১৮০ টাকা। আর পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৮০ টাকা, যা আগের চেয়ে দাম কম ১৭ টাকা। কিন্তু এই ঘোষণা কার্যকর করা যায়নি। আর এ নিয়ে সরকারি সংস্থার কোনো তৎপরতাই চোখে পড়েনি।

আন্তর্জাতিক বাজারে কমছে দাম, এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম ১০ টাকা কমাতে নির্দেশ

এর পাশাপাশি খাদ্যসচিব জানিয়েছেন, একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম যাতে সারা দেশে একই থাকে, তা-ও নিশ্চিত করতে হবে সংস্থাগুলোকে।

এদিকে ভোজ্য তেল উৎপাদক সংস্থাগুলোকে এক সপ্তাহের মধ্যে লিটারে ১০ টাকা দাম (সর্বোচ্চ বিক্রয় মূল্য) কমানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। পাশাপাশি কোনও ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম যাতে দেশ জুড়ে একই হয়, তা-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বুধবারই ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল সেদেশের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠক শেষে খাদ্যসচিব ঘোষণা করেন, এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বিক্রয় মূল্য লিটারে ১০ টাকা কমাতে হবে এবং একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম সারা দেশে একই রাখতে হবে।

গত মাসে একাধিক তেল সংস্থা তাদের ভোজ্য তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম আরও কমেছে। ফলে আবার নতুন করে দাম কমানোর নির্দেশিকা জারি হল।

প্রসঙ্গত, ভারত তার চাহিদার ৬০ শতাংশেরও বেশি ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!