খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

চিকিৎসাধীন ঘের ব্যবসায়ী মোদাচ্ছেরের মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত ঘের ব্যবসায়ী মো. মোদাচ্ছের আলী শেখ চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এক বছর পূর্বে শারীরিক আঘাত জনিত কারনে মোদাচ্ছের আলীর মৃত্যু হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। দাপ্তরিক কাজ শেষে রবিবার (৯ জুলাই) মোরেলগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ছেলে মিজানুর রহমান জানিয়েছেন।

জানা গেছে, ২০২২ সালের ২৬ জুন বেলা ৭ টার দিকে ঘের সংক্রান্ত্র শত্রুতার কারনে মোদাচ্ছের আলীর হাত, পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে  প্রতিপক্ষরা। এ ঘটনার একদিন পরে ২৭ জুন তার স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে ভাইজোড়া গ্রামের ৭ জনের  নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সকল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মামলাটি এখন বিচারাধীন আছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোদাচ্ছের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তাকে মারপিটের মামলাটি বিচারাধীন। কোর্ট এ বিষয়ে কোন নির্দেশণা দিলে সেভাবে আমরা ব্যবস্থা নেব।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!