বাগেরহাটে মোল্লাহাটে ঘেরের পানিতে ডুবে ১২ বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১লা জুলাই) দুপুরে মোল্লাহাট উপজেলার উপজেলার দারিয়ালা গ্রামের শামছু কাজীর ঘেরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি হল গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে মোনালিসা। কোরবানি ঈদ উপলক্ষে শিশুটি নানাবাড়ি বেড়াতে এসেছিল।
নিহতের নানা শামছু কাজী বলেন, মোনালিসা তার মামাতো ভাই-বোনের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এ সময় মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড