বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫ হাজার ঘরবাড়ি। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার অন্তত ৫ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। সোমবার (২৭ মে) বিকেল জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে ঝড়ো হাওয়া ও মুশল ধারার বৃষ্টির ফলে বেরিবাধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ বিপাকে পড়েছেন স্থানীয়রা। অনেকের আবার রান্না ঘরে পানি প্রবেশ করায় খাওয়া-দাওয়া বন্ধ রয়েছে।
এমনকি বাগেরহাট জেলা শহরের বেশিরভাগ সড়ক ও মোরেলগঞ্জ পৌর শহর পানিতে নিমজ্জিত রয়েছে।
বাগেরহাটের নদনদীগুলোয় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে চিংড়িঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, জেলায় ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে