চুয়াডাঙ্গার জীবননগরে সহকারী কমিশনার ভূমি অফিসের উর্দ্ধমুখী সম্প্রসারণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগরে সহকারী কমিশনার ভূমি অফিসের উর্দ্ধমুখী সম্প্রসারণ ও মেরামত কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলার জামাল হোসেন খোকন, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।
প্রধান অতিথি বলেন,যত দিন যাচ্ছে বাংলাদেশ তত উন্নত হচ্ছে। ডিজিটাল হচ্ছে দেশের সকল সেবা কেন্দ্রগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে ভাবে উন্নয়নমুলক কাজকর্ম করছে তা অকল্পনীয়। বাংলাদেশের প্রতিটি উপজেলার ভূমি অফিস অনলাইজেশনের আওতায় আনা হচ্ছে যেখানে সাধারন মানুষ হাতের মুঠোই সেবা পাবে। ঘরে বসে নিজের জমির হিসাব দেখতে পাবে । এক জনের জমি অপর জন নিতে পারবে না এবং ভুয়া কাগজপত্র করলে মুহুত্বের মধ্যে ধরা পড়ে যাবে। ভূমি অফিসে এসে আর কাউকে জটিলতায় পড়তে হবে না এবং কাউকে ঘুষ দিয়ে কোন কাজ করতে হবে না নিজের কাজ নিজেই করতে পারবে। ইতোমধ্যেই অনলাইনের কাজ শুরু হয়েছে আশা করি খুব শিঘ্রই এ কাজ শেষ হবে ।
খুলনা গেজেট/ টি আই