খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

ঘন ঘন লোডশেডিং, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি খুলনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস লেখাপড়া বাঁধা গ্রস্থ হচ্ছে। গত কয়েকদিনে ৫/৭ বার কখনও কখনও বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে অনলাইন শিক্ষার্থীরা। অবিলম্বে খুলনা মহানগরীতে বিদ্যুতের এ ধরনের ভোগান্তি দূর, প্রয়োজনীয় জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বিবৃতিতে নেতৃবৃন্দ শঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাতে সরকারের ব্যাপক অর্থ বরাদ্দ ও ব্যয়ের ফলে কেন জনগন তার সুফল পাচ্ছে তা ভেবে দেখা দরকার বলে আমরা মনে করি। । নেতৃবৃন্দ করোনাকালে দেশের কোটি শিক্ষার্থীর লেখাপড়া নির্বিঘ্ন করতে এবং শিক্ষার্থী ও অবিভাবকদের দূশ্চিন্তামুক্ত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!