দুইদিনের ঘটনাবহুল সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) ইমানুয়েল ম্যাক্রোঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
৩৩ বছর পরে ফ্রান্সের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করলেন। তবে ১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ মিতেরার ঢাকা সফরের সঙ্গে ম্যাক্রোঁর সফরের তুলনা করা যায় না। ওই সময়ে বাংলাদেশকে উন্নয়ন সহায়তার মধ্যে সীমাবদ্ধ ছিল সফরটি। কিন্তু এবারে দুইদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করে কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে।
এবারে ম্যাক্রোঁর সফরটি প্রটোকলের দিক থেকেও কিছুটা ভিন্ন ছিল। জাঁকজমকের পাশাপাশি এবার বাংলাদেশকে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন। এজন্য ধানমন্ডি লেকে হেঁটেছেন, শিল্পী রাহুল আনন্দের বাসায় গিয়েছেন, গান শুনেছেন এবং একতারা বাজানোর চেষ্টা করেছেন।
আবার বাংলাদেশের চিরায়ত সৌন্দর্য দেখতে তুরাগ নদে নৌভ্রমণও করেছেন ।
দুই শীর্ষ নেতার বৈঠকের পরে সন্ধ্যায় যৌথ বিবৃতিও প্রকাশ পেয়েছে যেখানে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি