খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কেডিএ খানজাহান আলী প্রাইমারী স্কুল  চ্যাম্পিয়ন 

ক্রীড়া প্রতিবেদক

৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ‘র কাবাডি(ছাত্রী) প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গঠিত গোলাপ অঞ্চলে চ্যাম্পিয়ন  হয়েছে কেডিএ খানজাহানআলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে এ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা। গোলাপ অঞ্চলের টিম লিডার কেডিএ  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম মোশারফ হোসেন এবং দলনেতা শাম্মী আক্তারের নেতৃত্বে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সিলেটে রওনা হয়েছে ।
গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার কুন্ডু তার প্রতিক্রিয়ায় বলেন, দেশের জাতীয় খেলা কাবাডিতে বিদ্যালয়ের ছাত্রীদের এ অর্জন বিদ্যালয়ের সুনামকে আঞ্চালিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। খেলোয়াড়দের এবং প্রশিক্ষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এ অর্জন।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলের প্রত্যেক খেলোয়াড় তাদের পরিশ্রম, মেধা এবং যোগ্যতায় চ্যাম্পিয়ান হয়ে বিদ্যালয়ের এবং গোলাপ অঞ্চল তথা খুলনা বরিশাল বিভাগের সুনাম বয়ে আনবে। তিনি প্রতিটি খেলোয়াড়ের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা  করেন।
খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!