খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

গ্রামের পর এবার সিলেট শহরও বন্যার পানির নিচে

গেজেট ডেস্ক

সিলেটে গত ২৭ মে থেকে শুরু হওয়া বন্যায় কয়েকদিন ভোগান্তির পর পানি কমতে দেখে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু তাদের সে প্রত্যাশা বেশিক্ষণ টেকেনি। গত রোববার সারারাত মুষলধারে ও গতকাল সোমবার থেমে থেমে বৃষ্টির কারণে আবার ডুবে গেছে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকা। টানা বৃষ্টিতে নগরীর ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৮টিই এখন প্লাবিত। সুরমা নদীর বিভিন্ন এলাকা দিয়ে নগরীতে প্রবেশ করছে বানের পানি। বিশেষ করে নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহর এবারও প্লাবিত। ২০২২ সালের বন্যায়ও ডুবেছিল উপশহর এলাকা। এবারও একই আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা।

এদিকে বিভিন্ন গ্রাম ও শহরে পানি প্রবেশ এবং বন্যা বাড়ায় কাল বুধবার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ এরই মধ্যে দুটি উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া গতকাল জকিগঞ্জের ছোট মাতার গ্রাম, জিয়াপুর ও বাদেদেউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ দুই উপজেলার ১০ থেকে ১৫টি কেন্দ্রে পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ অবস্থায় বন্যা পরিস্থিতির বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সমকালকে তিনি বলেন, যেসব কেন্দ্রে পানি প্রবেশ করেছে, সেগুলো স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। পানি আর না বাড়লে আশা করছি, ভোট গ্রহণ করা যাবে। তার পরও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

টানা বৃষ্টি ও ঢলের কারণে গত ২৭ মে সিলেটে হঠাৎ বন্যায় সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে ডুবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ অবস্থায় গত শনি ও রোববার কিছুটা পানি কমতে থাকায় আশাবাদী হয়ে উঠেছিল বানভাসি মানুষ। কিন্তু রোববার রাতের বর্ষণ ও পাহাড়ি ঢলে আবার সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদনদীর পানি অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। গতকাল দুপুর পর্যন্ত সিলেটে ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে। সিলেট ও কানাইঘাটে সুরমা এবং কুশিয়ারার অমলশীদ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিশেষ করে সিলেট নগরীর উপশহর এলাকার অবস্থা খুবই খারাপ। সরেজমিন দেখা গেছে, উপশহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ, বি, সি, ডি, ই ব্লকসহ কয়েকটি ব্লকের বাসিন্দারা এখন পানিবন্দি। বিভিন্ন সড়কে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বা তারও ওপরে। পানি প্রবেশ করায় ডি ব্লকের ১৪ নং রোডে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিস বন্ধ করা হয়েছে। উপশহরের পাশেই যতরপুর, তেররতন ছাড়াও নগরীর মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া, মেজর টিলা, ইসলামপুরসহ শতাধিক এলাকার মানুষও এখন পানিবন্দি।

 

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!